‘এক্সট্রা পেন আছে ?’
জয়িতা পেন চেয়েছে আজ আমার কাছে। ভাবা যায় !! ক্লাসের সব আকর্ষণের কেন্দ্রবিন্দু যে, সে কোনকিছু চেয়েছে তার কাছে যার নিজের অস্তিত্ব নিয়ে নিজেরই সন্দেহ হয় মাঝে মাঝে। এতদিন যার দিকে ক্যাবলার মত শুধু চেয়েই থেকেছি। যাকে মনে হয়েছে কোনো এক অতি দুর্লভ জিনিষ যা আমার মতো এক গোবেচারা ক্যাবলার ধরা ছোঁয়ার বাইরে, সে আমার কাছে এসেছে কোন কিছুর প্রার্থী হয়ে। নিজেকে আজ বিশ্বের সব থেকে বড় ধনী মনে হচ্ছে। আজ আমার কাছে যা আছে তা আর কারো কাছে নেই। বিল গেটস, জুকারবার্গ সবার আমার কাছ থেকে টিউশন নেওয়া উচিৎ। কোন জিনিসটা কখন কাছে রাখতে হয় সেটা শেখা উচিৎ। সবার আমাকে হিংসে করা উচিৎ। আমার কাছে আজ পৃথিবীর সব থেকে দামী জিনিসটা আছে। আমার কাছে আজ এক্সট্রা পেন আছে। যেটা আমি আজ আমার ক্রাশ ,আমার জয়িতা কে দেব। দিলেই আমার ছ সাত মাস ধরে দেখা স্বপ্ন বাস্তব হবে। এত দিন ধরে রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবা আকাশ কুশুম চিন্তা গুলো সত্যি হবে। ভাবা যায় !!
হ্যা আজ আমি জয়িতাকে আমার এক্সট্রা পেনটা দেব। পেন কেন হৃদয় টাও দেব যেটা শুধু ওরই জন্য তোলা ছিল। ব্যাগের চেন টা আজ যেন খুলতে একটু বেশিই সময় নিচ্ছে। ওটার বোঝা উচিত কি বের করতে চলেছি আমি ওটাকে খুলে। আমার সুখের চাবিকাঠি, আমার রাত জেগে দেখা স্বপ্ন, আমার ভবিষ্যৎ।
একি !!!!!!!!!
পেনের বল খুলে কালি বেরিয়ে গেছে। যাহঃ বইগুলো গেল। আর জয়িতাও!!!
এক্সট্রা পেন
Subscribe
Login
0 Comments
Oldest