আজ হঠাৎ ইচ্ছা হল তোকে কিছু বলতে,শুনবি? শুনবি আমার কথা?
আমি? কে আমি?
আমি হলাম একটি পাখি,কোন দেশের তা জানিনা । কিন্তু আমি উড়ে আসেছিলাম তোর দেশে,তোর শহরে,তোর পাড়ায় । ওই যে সেদিন দুপুরবেলায় বসেছিলাম তোর জানালায়,তুই আমায় দেখে হেসেছিলি, ভালবেসেছিলি আমায় ।
আমি যে ঠিক কখন তোকে ভালবেসেছিলাম তা বলতে পারব না ।
কিন্তু….কিন্তু যখন আমার খুব খিদে পেলো আমি খিদের জালায় জোরে জোরে ডাকছিলাম,তখন তুই আমার দিকে সেই রুটির টুকরো টা ছুরেছিলি। তোর ভাষা তো আমি জানিনা,তাই তোকে আমি বলতে পারিনি,খাবার চাইতে পারিনি তোর কাছে । কিন্তু তবু তুই কেমন আমার মনের চাওয়া টা বুঝেছিলি । ঠিক তক্ষনি আমি তোকে আমার মন টা দিয়ে দিয়েছিলাম….তোকে বড্ড ভাললেগেছিল আমার । কিন্তু কিভাবে তোকে বলবো বুঝতে পারিনি, আর তাইতো তাইতো আমি তোর হাতে ঠক্কর মেরেছিলাম । তোর খুব ব্যাথা লেগেছিল না রে ? অভিমান হয়েছিল আমার ওপর ? তাই তুই আমায় ওভাবে সেদিন তাড়িয়ে দিয়েছিলি তোর জানালা থেকে ?
জানিস আমি কিন্তু একটুও কষ্ট হয়নি সেদিন । তোর বকুনি টা আমায় তোর প্রতি আমার ভালোবাসার গভীরতা টা বোঝাতে সাহায্য করেছিল । যখন তুই আমায় তাড়িয়ে দিলি তখন বুঝেছিলাম তোকে ছেরে যাবার ব্যাথাটা । জানিস তারপর থেকে রোজ তোর জানালায় আসি,তোকে দুর থেকে দেখি,খুব ভাললাগে তোকে দেখতে । তুই হয়তো আর আমায় লক্ষ্য করিস না,আমি কিন্তু রোজ তোর জন্য একটা গোলাপ পাতা তোর জানালায় রেখে আসি । তুই দেখিস রে ? দেখিস না ?
হয়তো তুই দেখার আগেই বাতাস তোকে দেওয়া আমার সেই উপহারটি উড়িয়ে দেয় । আমি কিন্তু কোনোদিন তাই ভেবে তোকে গোলাপ পাতা দিতে ভুলি না । আমি জানি বাতাস-ও একদিন আমার ভালোবাসার কাছে হেরে যাবে,সেদিন আমার উপহার টি ঠিক তোর কাছে পৌঁছবে ।
আচ্ছা তোকে সেদিন অতো মানুষ মিলে কোথায় নিয়ে যাচ্ছিলো রে ? তুই ঘুমাচ্ছিলি,তোর খাট-টা কি সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল । তোকে কি সুন্দর লাগছিলো । সেদিও আমার বড্ড খিদে পেয়েছিল,তুই বুঝতে পেরেছিলি না রে ? তাই তুই সবাইকে বলেছিলি আমায় খেতে দিতে ? সবাই রাস্তায় খই ছড়িয়ে দিল,আর ওই খই খেতে গিয়েই তোর দিকে তাকাতে পারিনি কিচ্ছুক্ষন । সেই ফাকেই সবাই তোকে কোথায় একটা নিয়ে চলে গেল । আর তো দেখতে পেলাম না ।
জানিস আজও আমি তোর জানালায় আসি । কিন্তু সেদিনের পর থেকে আর তো তোকে ঘরে দেখিনা । আজ দুটি বসন্ত পার হয়েছে,তোর কথা খুব মনেপরে । তুই কোথায় রে ? তোকে আর আমি দেখিনা কেন ? তুই কি আমার ওপর রাগ করেছিস তাই আমায় দেখা দিচ্ছিস না ?
কি জানি তুই কোথায় ।
জানিস আজ আমার খুব ইচ্ছা হয় একটি-বারের জন্য যদি মানুষ হতাম কতো ভালো হত, মানুষের মতো কথা বলতে পারতাম । দেখতিস কাউকে সুধীয়ে ঠিক পৌঁছে যেতাম তোর নতুন জানালায় ।