কোথাও যেন একটা ছুটে চলেছি। কিন্তু কোথায় যাচ্ছি জানি না। আমার মত কেউই হয়তো জানে না, তাঁরা ও কোথায় যাচ্ছে। জানে কি? আমি নিশ্চিত জানে না । একটা ঢালু পথ বেয়ে নামছে, আবার উঠছে খাড়াই বেয়ে, চলছে… চলছে… চলছে……
এই ভিড় শহরের একটা বিন্দুতে নিজেকে স্থির রেখে আমি দেখি, সবকিছু চলছে, ছুটছে, ঘুরছে, দৌড়াচ্ছে। যে মুখটা একবার যাচ্ছে, সেটা আর কখনো ফিরছে না, তাবুও জায়গাটা পাল্টাচ্ছে না, চলাটা থামছে না, ভিড়টা একরকমই আছে…… একই রকম…… একটুও অদল বদল নেই।
আমার খুব ইচ্ছ হয় ,এই ভিড়ের এক একটা মানুষকে আলাদা করে জানি, কোথায় যাচ্ছে তাঁরা ? কেন যাচ্ছে তাঁরা? কি কাজ তাদের আজ? সত্যি যদি জেনে ফেলতে পারতাম!
সত্যিই যদি জেনে যেতে পারতাম, তাহলে হয়ত জেনে যেতাম আজ শহরে কি কি ঘটতে চলেছে , কেন ঘটতে চলেছে! প্রকৃতি খুব গোপনে কাজ করে, অনেক কিছু ঘটে যায়, কিন্তু প্রকৃতি কারো কানো কান খবর হতে দেয় না। তাই হয়তো কেউ জানে না, কে কোথায় যাচ্ছে, কে কোথায় যাবে!
একটা স্রোত ছুটছে…… তাই আমারও আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকা হয় না, আমিও স্রোতের টানে ছুটে যাই…… জানি না কোথায় যাচ্ছি! কেউই হয়তো জানে না, তাঁরা কোথায় যায়!!