বিষমাখা তীর পরম যতনে,
যান্ত্রিকতার পরতে
রেখেছিলো কোনো ইস্পাত-পাখি,
কালোধোঁয়া ওঠা শরতে
আড়মোড়া ভেঙে জাগুক বিবেক,
করতালি দিক সকলে
গরমিল কই ? হিসেবে পটু,
মাথাটাও নিলো দখলে ||
কোলাহলে মোড়া প্যাকেজ গল্প,
কালো খুলিতেই আছে বন্ধ
বিচলিত প্রাণ – বিবর্ণ চোখ,
রক্তে বারুদে গন্ধ ||
~ অন্তর্হিত ~