কৃষ্ণপক্ষের শেষে
রাতের আধার যেন একমুঠো ভ্যানগগ
অনন্ত নিস্তব্ধতায় জেগে থাকে রাতপাখি
নি:স্ব নিস্তেজ নির্জীব--
মৃত শব্দগুলো বেঁচে ওঠে আবার
আলো আধারির স্বপ্নে তারা এক একটা দানব!
সকালের মানুষগুলোর দীর্ঘশ্বাস আধারদেবতা...
কন্যা থেকে নারী
ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে
বড় হয়েছে আজ মেয়েটি,
ফ্রক ছেড়ে আজ সে পড়েছে জিন্স ও শাড়ি।
আজ সে শিখেছে পথ চলতে একা।
মা বাবা দাদার হাত ছেড়ে...
তুমি আমি দুজনেই
ধর তুমি আমি দুজনেই যদি
পাহাড়ের এক দুর্ঘটনায় পড়ি -
ধর, তারপর দুজনেই যদি বেঁচে যাই আচমকা ,
দুর্ঘটনায় না মরি ,
হয়তো ড্রাইভার পড়ে গেছে আরও নীচে
জীপটা...
কুচলিত হৃদয়
হৃদয় বিদারী ব্যথা জমে আছে
বৃহৎ শীলান্যাসের ন্যায়
ইতিহাসের মতে মহামানব শ্রী রামচন্দ্রের পদ পরশ পেয়ে
জেগে উঠেছিল অহল্যা
আজ তেমনি জর্জ ফ্লয়েডের মৃত নত মাথা
যেন প্রাণ দিয়েছে...












