যেদিন স্বপ্ন দেখা মিথ্যে ছিঁড়ে
সত্যি খুঁজে পাবো,
আবার ডাকবো আমি তোমায়।
যেদিন কলেজ ফেরত বিকেল শেষে
রাস্তা কোনে তাকাবো,
আবার খুঁজবো আমি তোমায়।
চিনতে কি পারবে আমায়?
দুষ্টুমিতে খাটের কোনায়,
সেই মিথ্যে মিথ্যে খেলায়!
আর পূজোর সন্ধ্যে বেলায়,
রিক্সা করে ভিড়ের মাঝে,
আবার আগলে রাখবো তোমায়।
আবার ধৈর্য ধরে শুনবো,
নাম না জানা সিরিয়ালের
সেই টুকরো টুকরো গল্প
আবার বলবে যখন আমায়!
যখন অন্ধকারে চুপি চুপি,
টুয়ার সাথে খেলবো বলে,
ফাঁকি দেবো তোমায়!
আবার বকবে কিন্তু আমায়!
পূজোর দিনে নতুন জামায়
সাজবো যখন আমি,
আবার দেখবে তুমি আমায়।
আর সেই পটলের দোরমায়!
কখন দুপুরের ভাতে ফুরিয়ে গেছে,
মুঠো মুঠো স্মৃতির মাঝে,
উল্টে পাল্টে তোমার শাড়ীর ভাঁজে,
শুকনো শুকনো বিকেল বেলায়,
আবার চাইবো আমি তোমায়!