যেদিন আমি যাব চলে এ ধরা ছেড়ে,
সেদিন তুমি এসো বন্ধু এসো মোর ঘরে।
স্বজন বন্ধু সকলকে করি নিমন্ত্রণ,
তুমিও এসো প্রিয় রইল আমন্ত্রণ।
কেউ দেবে ফুলের মালা কেউ সাজাবে চন্দনে,
কেউবা দেবে বিদায় হয়তো বা ক্রন্দনে।
সুগন্ধি ধুপ আর তুলসি দিয়ো মোর শিয়রে,
চিরদিনের তরে যাব এ ধরা ছেড়ে।
সাঙ্গ হলে এবার যত জীবনের খেলা,
শেষ বারের মতো এসো বিদায়বেলা।
জীবনের যত চাওয়া পাওয়া রইবে ধরণী পরে,
সেদিন তুমি এসো প্রিয় এসো মোর দ্বারে।
হয়তো দু’ফোঁটা চোখের জলও নেই আমার জন্য,
তবুও তোমায় বেসে ভালো হয়েছে জীবন ধন্য।
ফুলের মালা নাইবা দিলে নাইবা অশ্রুজল,
তবুও তোমার পরশখানি প্রতীক্ষিত চিরকাল।
বিদায়বেলা
Subscribe
Login
0 Comments
Oldest