নিঃশব্দপদসঞ্চারে
তব অধিগম,
বসন্তঘোষীর
গীতিকবিতা গ্রথন,
সর্বাগ্রে স্থিত
বসন্তবায়,
বিপ্রকীর্ণ পুষ্পপল্লবের
সুরভি
সাজিয়েছে নৈবেদ্য,
শুভ্রাশুর অংশুমালায়
সুরাঙ্গনার অধিষ্ঠান,
সমগ্র অসৌম্য, উদরম্ভরি
আজ অপস্রিয়মান,
হে বিভু, তব সৌরকবোদ্ভাসিত
সৌবর্ণ স্মৃতিকথা
উপাশ্রিত
সকল স্মৃতিমন্দিরে।
স্বামী গিরিজাত্মানন্দ–এর প্রতি
Subscribe
Login
0 Comments
Oldest