অন্ধকারে, আঁকড়ে ধরতে চাই তার হাত।
নগ্ন সভ্যতার দাঁতখেচানো হাসির ঝলমলানি হতে,
শিয়াল–কুকুর বিচরিত তপ্ত পথের প্রান্ত থেকে
দূরে, কোনও সবুজে পোড়া জাহান্নমে
অন্ধকারে, আঁকড়ে ধরতে চাই তার হাত।
যে সভ্যতা সদ্যোজাতের যৌনাঙ্গের অভিলাষী
রক্ত আর মাংসের গন্ধে অভ্যস্ত ও আকৃষ্ট,
যৌবনের বুকে পদাঘাতে যাদের গৌরব;
তাদের থেকে দূরে, কোনও সবুজে পোড়া জাহান্নমে
অন্ধকারে, আঁকড়ে ধরতে চাই তার হাত।
সবার থেকে দূরে, কোনও রক্তিম সূর্যাস্তের পরে,
অন্ধকারে, আঁকড়ে ধরতে চাই তার হাত।