সময় তুমি প্রাচীন,
সময় তুমি নতুন ও ভবিষ্যৎ।
টিক টিক টিক এক একটা সেকেণ্ড,
এক একটা মিনিট, এক একটা ঘণ্টা।
এই আছো, এই নেই
নেই তুমি থেমে
জলধারার মত বয়ে চলে যাও এক নিমেশে।
যেন কালের চাকার উপর চলছে দুনিয়ার নাট্যরঙ্গ,
কখনো প্রেম, কখনো বিরহ, কখনো বা লড়ায়, কখনো শান্ত।
সময় তুমি লিখেছ ইতিহাস
এখনো চলেছ লিখে,
নেই কোন ক্লান্তি, নেই কোন অবসর
প্রতিটি মূহুর্তে গড়ছ ইতিহাস
তুমি দেখেছ পৃথিবীর সৃষ্টি ও প্রলয়
দেখেছ বিবর্তন, এসেছে অগ্রগতি
আবার মৃত্যু ও মরকের জঞ্জাল।