ভোরের পাখির ডাকে ডাকে,

ভাঙল ঘুম সকাল রোদে;

আজকে মায়ের বিদায় বেলায়,

কাঁদছে জয়া মা ফিরবে বলে।

জয়া যে আবার হবে একা,

থাকবে না যে আর তার মা;

এই কটা দিন দুঃখ ভুলে,

ছিল সে মায়ের আঁচল ধরে।

আজকে মায়ের ভাসান শেষে,

আবার শুতে হবে তাকে;

ফিরতে হবে সেই পালঙ্কে,

যেটাকে সে ঘেন্না করে চির বিদ্রোহে।

শাড়িটা তার নামানো নীচে,

ঝড়ছে ঘাম শরীর থেকে;

আজ যে বাবুর বায়না ভারী,

তাই কষ্ট করতে হচ্ছে বেশী।

মনটা ওর থাকে না হেথায়,

থাকে না ওর নিজের শরীর;

দিনের শেষে দুই পয়সা,

নেইকো মান সমাজ পরীর।

হঠাৎ আজ মনের দ্বিধায়,

বাবু যখন চাইল সুখ;

মানের টানে ধরল ত্রিশূল,

দেখল সমাজ তার দুর্গা রূপ।

Print Friendly, PDF & Email
Previous articleA Child’s Prayer to an Infected Butterfly
Next articleপারিজাতের গল্প ( Parijat’s Story )
SWARUP GHOSH
আমি লিখতে ভালোবাসি। লিখতে ভালো লাগে, তাই লিখি আবোল-তাবোল। I love to write. As I like to write, I write 'nonsense'.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments