এই বসন্ত এখন বড্ড ফিকে,
মহামারি যে হানা দিচ্ছে চারিদিকে।।
পুরোনো অভ্যাস হাতছানি দিচ্ছে বারবার,
বাড়ছে দূরত্ব, আলগা হচ্ছে সম্পর্কের দ্বার।।
দেখা হবে আবার কোনো এক নতুন বসন্তে
অন্য কোনো গল্পে, অন্য কোনো ভাবে।।
কাঁটা বিহীন গোলাপ নিয়ে ,
আবার না হয় প্রেমের গল্প হবে ।।
~ বসন্তের অন্ধকার ~