শত শত কোটি দুরে আছো বসে তুমি,
কোনো এক অজানা প্রান্তে।
সবার অন্তরআলে রেখেছো
নিজেকে লুকিয়ে।
হয়তো তাই হারিয়ে গেছো,
ধীরে ধীরে সবার মন থেকে।
নেই তুমি আর কারোর
কোনো ক্যানভাসে।
বহুদুরে তুমি আজ ,
সবার অলক্ষ্যে কাদছ একা বসে।
সরিয়ে রেখেছো নিজেকে তুমি,
পৃথিবীর সব আলো থেকে।
কিন্তু তুমি জানো এই ,
নিরুদ্দেশ আর বেশি দিনের নয়।
আসবে আবার তুমি ফিরে,
পৃথিবীর সব আলোর মাঝে।
সব হিসেব বুঝিয়ে দিতে
পা রাখবে আবার সমাজের মাঝে।
হয়তো থাকবে এই খারাপ সময়টা
মনের কোনো এক কোনে ।
কিন্তু ভালো সময়ের আনন্দটা
থাকবে যে বহু গুনে।
জানি শত কষ্টের মাঝেও তাই,
অপেক্ষায় আছো এই অজানা সময়ের
ভয় নেই, সময়টা দুরে নেই আর,
তৈরি হতে থাকো, তুমি এবার,
সময় যে হতে চলেছে
তোমার ফিরে আসার।।