গোধূলির সূর্যের লালীমায় সুশোভিত আকাশ সাগরের বুককে চুম্বন করেছে। ঝাকে ঝাকে পাখিরা আকাশ বাতাস মুখরিত করে নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে । মৃদু হাওয়ার ঝাপটা শান্ত সাগরে ছোট ছোট ঢেউ তুলছে । সাগর পাড়ে দাঁড়িয়ে আছে নীল সাদা সালোয়ার কামিজ পরিহিতা এক কিশোরী । তার খোলা চুল বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে যাচ্ছে । নিজের নীল ওড়নাটি অতি সাবধানে বাতাসের থাবা থেকে বাঁচিয়ে দাঁড়িয়ে আছে কিশোরীটি । তার দুই চোখে শান্ত কল্পনাময় দৃষ্টি, ঠোঁট দুটো মাঝে মাঝে কচি কিশলয়ের মতো কেপে উঠছে । তার চেহারার কমনীয়তা প্রকৃতির রূপের জৌলুসকে হার মানিয়ে অন্ধকার ঘরের একমাত্র প্রদীপের মতো জ্বলজ্বল করছে ।হঠাৎই কিশোরীর মনে হলো কেউ যেন আসছে …

Print Friendly, PDF & Email
Previous articleনিশিকাব্য
Next articleA Roadside Journal
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments