হয়তো তুমি অামার মতো নয়,
নেইবা হয়তো অামার মতো দাবী |
তবু কেন তোমার হাসির মধ্যে
লুকিয়ে অাছে অামার সুখের চাবি?
তুমি হয়তো অন্য রকম বাচো,
অন্য রকম তোমার চাওয়া পাওয়া
অন্য রকম অাশা তোমার চোখে
অন্য কোথাও তোমার ইচ্ছে যাওয়া।
অামার চাওয়া অনেক অালাদা
অামি হয়তো অন্য কিছু চাই
তবু কেন তোমার চাওয়ার মধ্যে
অনেক বেশি শান্তি খুঁজে পাই।
তোমার নদীর অন্য রকম স্রোত
বইছে যেটা অন্য রকম খাতে
অামার নদীর শান্ত গতির স্রোত
হারিয়ে গেছে তোমার স্রোতের সাথে।
তুমি হলে ব)স্ত নাগরীক
চিন্তা তোমার বিজ্ঞানেতে বাঁধা
মনের কথার শব্দ গুলোর মানে
তোমার কাছে কেবল শুধু ধা়ধা।
অামি ভীষণ ভাবতে ভালোবাসি
ভালোবাসি অাবেগ প্রবন হতে
অামার মনের শব্দ গুলো সব
একাকীত্বে থাকে অামার সাথে।
তোমার অামার ভাবনা গুলোর মাঝে
অনেক কিছু অমিল খুজে পাই
তবু কেন হাজার ভীরের মাঝে
তোমার সাথে থাকতে শুধু চাই।