কোথায় গেল সেই হৈমন্তিক ভোর,
কোথায় গেল সেই রক্তিম গোধূলি।
হারিয়ে গেছে সেই ছোট্টটার মিষ্টি হাসি,
চির কল্লোলিত কৈশোরের অমলিন হাসি।
কোথায় হারিয়ে গেল সেই ব্যাঙ্গোমা-ব্যাঙ্গোমীর মিঠে কাহিনী।
হারিয়ে গেল সইয়ের সেই
দুই বিনুনির মুখ।
মুঠো ভরা সুখ আছে
নেই তবু ও সব।
বৃহৎ জীবনগড়ার পথে হারিয়েছে শৈশব।
কোথায় হারিয়ে গেছে সেই
রূপকথার গল্পরা —
দুধকুমার আর কোটালপুত্ররা।
ঠাকুমার ঝুলি আর ভূত-ভূতুমরা!
আমি আজও খুঁজে ফিরি হারানো শৈশব, মুছে যাওয়া কৈশোরকে।
যা আজও আমায় রূপকথার গল্পের মতোই টানে।।

Print Friendly, PDF & Email
Previous articleমেঘলা দিন
Next articleKarna, The Cursed Warrior
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments