তোমার আমার গবেষনার
কাঠকুটো সংসার
তুমি রাঁধো, তোমার মুখে
হামলে পড়ে, উনুন-আভা
জলখাবারে গন্ধমাদন
ফাঁপিয়ে তোলো লুচির বিভা
আমি শুধুই মশারি টাঙাই
কল্পদেশের মাঠে নিয়ে যাই
ছোট ছেলেটাকে ।
দুটি শিশুচোখ সাঁতার-দোলায়
স্বপ্ন রাজ্যে হাতড়ে বেড়ায়
রহস্য -মেদুর ডেঙ্কালি-বন
ওয়ম্বেসি -গ্রাম ছুঁয়ে ছুঁয়ে যায়
দৃষ্টি সুদূর প্রহেলিকাময়
দ্রিমি -দ্রিমি-দ্রিম্ ঢাকের ভাষায়
ডঙ্কা-নিনাদ ঝর্না-ধারায়
সিলিং ফ্যানের ঘূর্ণি -মায়ায়
আঁখির দেরাজে চাবি পরে যায় ।
বিষাদ বাতির আলো ভেদ করে
সুখ নেমে আসে বৃষ্টি মাথায়
তোমাতে-আমাতে জল পড়া রাতে
খুব শুরু হয় হর্ষপ্রণয় ।