তোমার সুখে থাকব না আমি,
থাকব তোমার দুখের মাঝে।
দুঃখ পেলে স্মরণ করিও মোরে,
পড়লে মনে আমায়
দেখবে আছি লয়ে ভিক্ষাপাত্র হাতে।
যখন তোমার থাকবে কেউ,
তখন থাকব না আমি।
যখন তুমি হবে একা,
খুঁজে পাবে আমায়
দেখবে আছি দাঁড়িয়ে তোমার দ্বারের সম্মুখে।
যখন তোমার থাকবে হাত কারও হাতে,
তখন থাকব না আমি।
যখন সে হাতে থাকবে না হাত ধরা,
তখন দেখতে পাবে আমায়
থাকব বসে কোন এক পাতাঝরা গাছের নীচে।
নাই বা মনে পড়ল তোমার আমায়,
নাই বা হল তোমার হাত ধরা।
তবুও খুঁজলে পাবে তুমি আমায়,
কোন এক শুষ্ক মরুভূমে
মরীচিকা নয়, মরুদ্যান বেশে।
চিত্র সৌজন্য- https://www.google.com/