আঁচল পেতে রয়েছে আজ কুয়াশা মাখা ভোর,
এখনো পাখি দেয়নি ডাক, খোলেনি কেউ দোর।
না দেখা যায় রবির আলো, দূরের কোন কিছু
বাতাস ভরে ঠাণ্ডা শুধু নিয়েছে যেন পিছু।
পুকুর ধারে দাঁড়িয়ে দেখি বাষ্প সেথা ওঠে
কুসুম বনে কুসুম কলি পাপড়ি মেলে ফোটে
পাকা ধানের বরণ শেষে নবান্নের ঘ্রাণ
ইঁদুর হয়ে খেজুর গাছে জুড়াই রস পান।
এমনি যদি সারা জীবন চোখের কোণে ভাসে
নতুন পিঠে,গুড় পায়েসে শীত যদি না আসে
কলাই আর মটরশুঁটি জড়িয়ে ধরে মন
হলুদ মাখা সরষে ফুলে শীতের আগমন।
শীতের আগমন
Subscribe
Login
0 Comments
Oldest