জানিনা আমি কবি কিনা
তবে পেয়েছি তোমাকে …
নতুন শতাব্দীর এক নতুন কবিকে ,
যে মিশে আছে প্রকৃতির বুকে
যে মিশে আছে প্রেমিকার বুকে ।
মিশে আছে যে জলের রঙে
আকাশের রঙে, মাটির রঙে…
রঙ, রঙ ,রঙ , সবুজ-নীল-পিঙ্গল ।
প্রকৃতির রঙে মাখামাখি হয়ে ,
সে যেন এক প্রকৃতি ।
আমার জগতের প্রকৃতি ,
কিছু রঙে সে আমায় রাঙিয়েছে ।
আর রাঙিয়েছে আশ্চর্য এক রঙে…
সে রঙের কোন রঙ নেই …
তবুও রঙিন হয়ে ওঠে নিজের রঙে।
দুটি মনের ভালোবাসা ,
ভালোবাসার রঙে….