যদি বন্ধু হতে চাও,
ক্ষণিকের গতিময়তা ভুলে পিছনে ফিরে চাও!
দেখলে কি কোনো বিধ্বস্ত মনে,
ঘুরছে কেহ সংগোপনে?
পড়ল কি চোখে;
রক্তাক্ত এক হৃদয় হাতে,একাকি পথিক নিঃশব্দে হাঁটে।
যদি বন্ধু হতে চাও, তবে পথিক পানে চাও,
দেখতে পেলে কি? কোনো কাহিনী তিক্ত,
শোষণে যাহার হৃদয় রিক্ত!
অশ্রুর ক্যানভাসে ফুটে ওঠা দৃশ্যপটে, কুয়াশা আঁকছে ছবি আবছায়া চিত্রপটে।
যদি বন্ধু হতে চাও,
তবে নৈঃশব্দ্যে পাত কান;
শুনতে পেলে কি কোনো না বলা কথা?
ব্যথার সমুদ্রে ভাসমান দ্বীপের যথা।
চোখে পড়ল কি কোনো অবুঝ কান্নার স্রোতধারা?
হৃদয়ের গভীরে শায়িত কোনো ক্ষতচিহ্নে যার,শুনতে পাচ্ছো উৎসের সাড়া।
যদি বন্ধু হতে চাও;
পারলে দিয়ো ডুব সময়ের অতল সাগরে,
যেখানে কোনো অতিষ্ঠ প্রাণ দিন গুনছে প্রহরে-
পাষাণ সমাজের কারাগারে নিত্যনতুন শোষণের দিনলিপি,
বন্ধুত্বের মলাটে মোড়া আশ্বাসের খাতায় সাজে মুক্তির প্রতিলিপি।
যদি বন্ধু হতে চাও;তবে জীবনের দিকে চাও,
হাসি কান্নার দোলাচলে ডুবে গেছে কবে এই জীবনের নাও।
আশ্বাসের কলমের একনিষ্ঠ বন্ধু যখন বিশ্বাসে রাঙা দোয়াত,
তবে কোন যুদ্ধে শোষক করেছে তার শাসক কে কবে রেয়াত?
বিশ্ব জোড়া মায়ার চিতায় চলে জীবন্ত শবের দহন, বন্ধু তবুও নিঃস্বার্থে করে নিজ চিতাভস্ম বহন!
যদি বন্ধু হতে চাও; হৃদয়ের আগল খুলে দিও,
আপাত মৃত কোনো মনের মাঝে প্রাণের পরশ দিও।
সংসারের বাঁধানো রঙিন খাঁচায়,
স্বাধীনতার এই ভ্রান্ত মায়ায়,
বন্ধু শুধু তুমিই সহায়-
অত্যাচার কিংবা শান্তির সাজে,
দুঃখে কিংবা আনন্দ মাঝে, তুমি সঙ্গ দাও ;
যদি বন্ধু হতে চাও!!