চেয়ে দেখো চারিপাশে সেথা ভদ্র মানুষ থাকে
ভদ্রতার ই চিহ্ন স্বরূপ টাই টি গলায় আঁটে।
হরেক রকম সাজে সেজে অহংকারী চোখে
আড়ম্বরে হাঁটতে গিয়ে ফুটপাতে না দেখে।
সেথায় পড়ে আছে দেখো ক্ষুদে শিশুর দল
শুকনো মুখে বসে আছে পায়না অন্ন জল।
মা টি তাদের মারা গেছে ক্ষুধার জ্বালায় মরে
তিন টি শিশু বসে আছে মরা মা টির কোলে।
আধো আধো বোলে ডাকছে তারা মা,মা,মা বোলে
মিলিয়ে গেছে সেই ডাক টা শহরের কোলাহলে।
ছোট্ট হাতের একটু ঠেলায় জাগছে না তো মা
জানে না শিশু মা মরেছে জাগবে না এই দেশে
ভদ্র লোকের ভিঁড় জমেছে পৌছেছে সব শেষে।
হাতে তাদের নেইকো সময় হৃদেতে নেই মায়া
অহংকারী অবজ্ঞাতে পঁচেছে তাদের কায়া।
ঈশ্বর তুমি নেইকো হেথায়, মা যে ক্ষুধার জ্বালায় মরে
কিসের কীর্তি দেখিয়েছ তুমি এ ভদ্র সমাজ গড়ে।
খুঁজেছে শিশু সারা, কোথাও যায়নি পাওয়া
একটি অন্নও জোটেনি তাদের তাই মা টি পড়েছে মারা।
এ শহরে পায়নি তারা একটি সাহায্যের হাত
ক্ষুধার জ্বালায় মা মরেছে জুটেনি পেটে ভাত।
স্বার্থপরের নিঠুর স্বার্থে ভরেছে সারা দেশ
- ক্ষুধার জ্বালায় মরছে জননী মনুষ্যত্বের শেষ