বলছি ও মেয়ে তোমার নাম কি মালতী নাকি সপা,
নাকি তুমি কৃষ্ণকলি দেখি গায়ের রং যে চাপা।
না আমি অরুন্ধতী না আমি কৃষ্ণকলি, মন্দ মেয়ে বলে আমায় ঠিকানা তাই চোরা পথের গলি।
কোন দশাতে জন্ম তোমার যে পেলে এই নাম?
বিদ্যা কি আছে পেটে নাকি বোঝো না বিদ্যার দাম।
দুঃখ কাহন শোনাই তবে এই যে হল শুরু
অভাবের তোরে ভাসছিল সব করছিল বুক দুরু দুরু।
ভাসতে ভাসতে দিলাম আমি অনেক দূরে পাড়ি, শেষে আমার স্থান হল পতিতালয়ে বাড়ি।
এখানে কেউ মন চায় না – চায় না গো শিক্ষা, শরীর নিয়ে খেলে আমায় দেয় বদলে ভিক্ষা।
না আছে মোর ঘরের ছায়া তাই সব দরজা বন্ধ, সবার চোখে খারাপ হয়ে মেয়ে আমি আজ মন্দ।
মন্দ মেয়ে
Subscribe
Login
0 Comments
Oldest