শোণিত ধারায় দাও হে ভাসিয়েকর সুভাষকে বিশ্বাস,

স্বাধীন ভারত অচিরেই নেবে সুবাসিত এক নি:শ্বাস।

দেশবন্ধুর পরম শিষ্যস্বামিজী আলোকে তৃপ্ত,

আজাদ বাহিনী তব আহ্বানে করে আপনারে দৃপ্ত।

ভারত মায়ের দামাল ছেলেসুভাষচন্দ্র তুমি,

তোমার স্বপ্ন সফল হয়তভারত স্বাধীনভূমি।

কিন্তু সত্য কি দেশ স্বাধীন আজিকেবিরাট প্রশ্নচিহ্ণ,

দেশবাসী হায় দ্বেষ হিংসায় সতত ছিন্নভিন্ন।

মুক্তির দেউল সোপানে কত প্রাণ বলিদান,

হায় তুমি কোথাতোমার জন্য মায়ের আকুল প্রাণ,

বীরের আসন চির শূন্যইহবে না কভুই পূর্ণ,

তোমার বিহনে দেশমাতৃকাহৃদয় জীর্ণ দীর্ণ।

স্বদেশের লাগি মুক্তির তরে হে শূর সংগ্রামী,

বাজি রেখে গেলে আপন জীবন অনন্তকাল তুমি,

বিস্মৃত বীররয়ে গেলে তুমি যবনিকাটির পিছে,

কিন্তু তুমিই শ্রেষ্ঠ যোদ্ধাকথাটি নয়কো মিছে।

হে মহাসাধকআত্মত্যাগী কে আছে তোমার তুল্য !

ভারতবর্ষ দিয়েছে কি কভু সেই সাধনার মূল্য !

কারো মতে তুমি পরাক্রমীকারো মতে দেশপ্রেমী,

এই কপটতা, নির্লজ্জতাবিমর্ষ আজি আমি।

—————————————————————

স্বপন চক্রবর্তী।

Print Friendly, PDF & Email
Previous articleছবি।
Next articleহায়রে জীবন..
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments