ছোট্ট কুড়ি প্রশ্ন করে
ফুটব কবে তবে?
শিউরে উঠে গাছটি বলে
ঘুমিয়ে থাক এই জঠোরেতে
ছোট্ট কুড়ি আবার সুধায়
অনুমতি দাও পাপড়ি মেলার
গাছটি বলে সবুর সও
নইলে বিপদ পায়ে পায়ে ||
ছোট্ট কুড়ি বায়না করে
গাছটি তাকে শান্ত করে – বুঝিয়ে বলে
ফুটলে পরে রক্ষে নেই আর
ওই যে বসে সব অপেক্ষায়
দুমড়ে, মুছড়ে – টেনে, হিঁচড়ে
গলা টিপবে এই শৈশবটার ||
ছোট্ট কুড়ি কুঁকড়ে গিয়ে
জড়িয়ে ধরে গাছটি কে
পাতার ছায়ায় আড়াল কোরে
গাছটি ভাবে অন্তরে
কেমন করে বলবে তাকে
সৃষ্টিরে তুই বিষাদ এর ||