বাবু কিছু খেতে দেবে?
অনেকদিন কিছু খাইনি বাবু,
ফুটপাতে রয়েছি আমি পাগল বেশে,
খিদেতে শরীরটা আজ বড্ড কাবু।
কেন তোরা আসিস রে আমাদের এই শহরে,
সুন্দর শহরকে নোংরা বানাতে?
ফুটপাতে আজ চলা দায়, তোদের এই জ্বালাতে
ভিক্ষা কেন করিস, কিছু করতে তো পারিস?
বাবু ,আমার খিদে তো পেটে, কিন্তু সমাজের?
খিদের জ্বালা মেটাতে আমিও গিয়েছিলাম কাজে
খিদে তো মিটলোই না, বিবস্ত্র হলাম সকলের মাঝে।
আর বাবু তোমাদের ভদ্র সমাজ প্রশ্ন তুললো আমার চরিত্রের।
লেখা পড়া আমিও শিখেছিলাম, দুচোখে ছিল স্বপ্ন
এখন আমার চরিত্র কি ভালো? এটাই সকলের প্রশ্ন
গিয়েছিলাম পুলিশের কাছে করতে নালিশ,
বিচার তো পেলাম না, হতে হলো লাঞ্ছনার স্বীকার।
বাবু জানো? বুঝলো না আমাকে কেউ,
ভিটে ছাড়া হলাম আমি, পরিবার দিলো তাড়িয়ে
কি করে বোঝাবো যে দোষী আমি নই
স্বপ্ন হলো শেষ, শ্রীলতা টা হারিয়ে।
ফুটপাতে কি আর এমনি আছি? নেই কোনো ঠাঁই,
তবে তোমার শহর সুন্দর হোক বাবু,
আর হোক সমাজ ও দর্শন,
যাতে করে কমে যায় এদেশে নারী ধর্ষণ।
আর হ্যা, বাবু কিছু খেতে দেবে?
অনেকদিন কিছু খাইনি বাবু।।