একদিন হঠাৎ করেই বন্ধ করে দেবো
তোমাকে নিয়ে কবিতা লেখা।
তুমিও ভুলে যাবে ; কেউ একজন
দুইশ’ বছর ধরে
হিমালয়ের কোনো এক গুহায় বসে
বিন্দু-বিন্দু তুষার দিয়ে কয়েক হাজার
কবিতা লিখেছিল তোমাকে নিয়ে ।
কোনো এক লামার কাছে দীক্ষা নিয়ে
আমি হয়ে যাবো বৌদ্ধ ভিক্ষু
বোধিস্বত্ত্ব লাভের জন্য আমিও ডুব দেব
গভীর থেকে গভীরতম ধ্যানে।
যাবো সমাধিতে ।।
বিশ্ব উষ্ণায়নে যদি কোনোদিন
সমস্ত হিমবাহ গলে যায়।
তাহলে সর্বশেষ তুষারখন্ড থেকে
গলতে গলতে ঝরে পড়বে
তোমাকে নিয়ে লেখা হাজার হাজার
কবিতার পাণ্ডুলিপি।
অতিথি পাখির মতন, হয়তো তুমি তখন
যাযাবরি । সমুদ্রাভিলাসী হয়ে উড়তে থাকবে
অস্ট্রেলিয়ার কোন এক সমূদ্র সৈকতে ।
তবে, একদিন হয়তো ঝরনা-নদী হয়ে
আমার কবিতার পাণ্ডুলিপি
ঠিক পৌঁছে যাবে তোমার কাছে।
পৌঁছে যাবো তোমার কাছে ।।