ও পোড়া মন! মনরে আমার!

কি সব ভাবিস এতোল-বেতোল

এই ঘরদোর নিকানো উঠোন

অভ্যাসে ভরা সুখ সংসার

সব ফেলে তুই মিথ্যা মোহে

কিসের শান্তি খুঁজিস মিছে

ও পোড়া মন! মনরে আমার!

জানিসনে কি বিয়ের বাঁধন

অদৃশ্য এক রশির ফেরে

জড়িয়ে গেছে সাতটি জনম

এক জনমেই ভাঙলে মোহ

আর আর জনম যাবি কোথা

ও পোড়া মন! মনরে আমার!

কিসের মোহে মন উচাটন

শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে

একলা একা বৃষ্টি মাখা

সবই কি তোর মিছে হল

শিব রাত্রির উপোষগুলো

ও পোড়া মন! মনরে আমার!

কিসের এত হিসেব নিকেশ

কিসের এত চাওয়া-পাওয়া

ঘর পেয়েছিস বর পেয়েছিস

কমতিটুকু মানিয়ে নিয়ে

শিখতে হবে চলতে তোকে

Print Friendly, PDF & Email
Previous articleপ্রবাসীর স্মৃতিচারণায় দেশের পুজো
Next articleহাজার বাতি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments