এই অবেলায় কলসি কাঁখে
যাসনে রাধে নদীর কূলে
কালার বাঁশির গোপন জাদু
অবস করে মনের ঘরে
প্রলয় নাচন নেচে নেচে
ঘরের বাঁধন ছিঁড়বে
ঘর হারিয়ে পর ভুলিয়ে
আপনাকে তুই ভুলবি
থমথমে ওই আকাশ জুড়ে
ঈশান কোণে মেঘের ঘটা
বিদ্যুৎ বান হানার শেষে
আকাশ ভেঙে পড়ার নেশায়
অঝোর ধারায় পড়লে ধরায়
তখন কি তুই করবি
ঘর হারিয়ে পর ভুলিয়ে
আপনাকে তুই ভুলবি
যাসনে রাধে এই অবেলায়
মিথ্যে ছলা কলার দোহায়!
মনের ঘরে শিকল তুলে
আর কটা দিন কাটিয়ে দিলেই
দেখবি কানাই বাঁশি হাতে
ভৈরবী রাগ গাইবে
কবি জানে পাঠক জানে
সেদিন সবই জানবি রে তুই