বেচারাম পোদ্দার
নাক ডাকে জোরদার।
কখন বা ডাক দেয় সাগরের গর্জন
থেকে থেকে নাক গায় ছুঁচোর কেত্তন।
ভাবলো পড়েছে বাঘ গোসাবার ঘনশ্যাম
ভুল ভাঙে ঘুম ভেঙে নাক ডাকে বেচারাম।
তাই শুনে এলো ছুটে ফটিক ডাক্তার,
এলো ছুটে পুলিশ, উকিল, মোক্তার।
ডাক্তার দেখে বলে কানে এতো কেন খোল?
রুগীর ঢোকে না কানে রাত্রে নাকের বোল!
রোগী যদি শোনে সেই আওয়াজ নিজে
তবে না বুঝবে সে নিনাদ কি যে।
বেচা বলে ঘুমোলে কানে কিছু ঢোকা দায়
কানে তো দিব্বি শুনি সকালে সন্ধায়।
ডাক্তার বলে বাপু রোগটা তো তখনই
কানে ঢুকছে না কিছু ঘুমোবে যখনই।
খাঁটি সরষের তেল দু’ফুটোয় চার ফোঁটা।
দেখি ঘুম আসে কতো, ডাকে তোর নাকটা।
কেতাবে লিখেছে বটে কিন্তু জানি সে ভুল
নাকে দিয়ে ওই তেল ঘুম হয় সেটা গুল।
সরষের তেল ঢুকে ঘুম যাবে চটকে
নাক ডাকা যাবে ছুটে বাতলালো ফটকে