শ্রাবণের গানে পড়ায় বসে না মন
অহনার আজ বেলাজ হয়েছে লাজ
চিলেকোঠাজুড়ে জোড়া শালিকের গান
মাদক বাতাস আবশ করেছে প্রাণ
কাঙালের মতো কাকুতিমিনতি করে
সুখানুভূতির রোমকূপবাহী ঘ্রাণ
পথে জমা জলে ভাসিয়েছ সম্পান
সানশেড থেকে টুপটাপ জল ঝরে
হাতের তালুতে বৃষ্টির ফোঁটা নিয়ে
মনের চাতালে অলীক তুষারপাত
অহনার আজ শীত-শীত করে খুব
রোমষ বুকের উষ্ণতা ওকে টানে
কিছুতেই যেন পড়ায় বসেনা মন ।