একটি মস্ত বড় গোলকের
ছোট্ট কিছু প্রাণী
আপন মনে বেড়াই গেয়ে
অস্তিত্বের বিস্ময়
কিংবা অনস্তিত্বের গ্লানি…
কেউ ভালো গায়
কেউ বা গায় মন্দ
জীবন মুখী গান তাদের ক্ষুদ্র নাট্য মঞ্চে
সময়ের সাথে গাইতে গিয়ে
হারিয়েছে সুর, হারিয়ে গেছে ছন্দ!
তবে প্রদর্শনী রুখবার দায়িত্ব তাদের নয়
গোলকের গোলকধাঁধায় অভিনেতার অপচয়
পরিচালক নির্বাক… নিরুদ্দেশ …
মন্দিরে মসজিদে, তার রকমারি ছদ্দবেশ!
[Picture credit: Vahram Davtian]