এই মরেছেআবার সবাই বলছে মোরে লিখতে ছড়া,

ওসব লেখা কঠিন কতবুঝিস না কি কিছুই তোরা !

হবেনা বাপু আমার দ্বারাঅন্য কোথা যা না ভাই,

আছেন কত ছড়ার কবিতাঁদের কাছেই চলনা যাই।

কি ঝকমারিযাবিনা কোথাওছাড়বিনা রে আমার পিছু !

পাগলামো আর কাকে বলেতোদের দিয়ে হবে না কিছু।

আমার মাঝে দেখলিটা কিনাছোড়বান্দাবোকার দল,

বলছিস সব এত করেচেষ্টা করেই দেখি চল।

এক দেশে এক ছিল রাজাসুয়ো দুয়ো দুটি রাণী,

মাথায় কিছুই খেলছে না আরছড়া লেখার কিই বা জানি।

তাই বলছি এবার তোরা দে না রে সব আমায় ছেড়ে,

কবি হবার সাধ অধমের শেষ হয়েছে চিরতরে।

এমন করে লজ্জাটি আর দিস নে রে ভাই আমায় তোরা,

লেখার কথা শুনেই হায় ডেংগু বুঝি করছে তাড়া !

চাইছি ক্ষমা সবার কাছেবলিস ভাই গড় করি,

ছড়া লেখার জন্য আমায় করিস নে আর ধরাধরি।

বলিস কি রেতা হবেনালিখতে কিছু হবেই হবে !

আমার নাকি শপথ ছিলভুল করছিস তোরাই সবে।

কি বলতে কি বলেছিওটা ছিল কথার কথা,

করবিটা কি না লিখলেকাটবি না কি আমার মাথা !

তাতেই যদি শান্তি পাসসেইমত ভাই করনা কাজ,

ছড়ার তরে নয়কো আমি হবোই প্রথম শহিদ আজ।

কি হলো রে যাসরে কোথাকরলি নাকি আমায় মাপ !

যা ফ্যাসাদে পড়েছিলামবেঁচে গেলাম বাপ রে বাপ

Print Friendly, PDF & Email
Previous articleবিশের আর্তি
Next articleHAPPY NEW YEAR
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments