ভাঙা চোরা কিছু নিয়মে বাঁধা,
বিচিত্র এ মানব জীবন, আজব কোনো ছন্দে গাঁথা।
অস্ফুটে আজি ডেকে ওঠে না জানি কোন্ অচেনা স্মৃতিকথা,
ডাইরির পুরোনো পাতায় ভাসে, অসমাপ্ত কিছু গল্প গাথা।
অদৃষ্টের বাঁধন যে বড়ই শক্ত,
নিয়তির আঁকা রেখাপথ ভেঙ্গে;কেই বা কখন হয়েছে মুক্ত?
জীবনের স্রোত চলে আপন ছন্দে,
অবকাশে তাতে ডুব দেয় মন; শোকে কিংবা আনন্দে!
ভবিষ্যতের অদৃশ্য হাতছানির আহ্বান অবিশ্রান্ত,

অতীতের স্মৃতি রোমন্থনে তবু চেতনা ভারাক্রান্ত।
চেনা ছকে বাঁধা এ খেলার প্রতি দানে বদলায় প্রতিপক্ষ;
জেতা হারা সব মাঠে মারা, উদ্দেশ্য সাধন ই আসল লক্ষ্য।
লক্ষ্যে র অনন্ত হিসেবের খাতায় কিছু পৃষ্ঠা আছে শূন্য,
সময় শেষের চিঠি হাতে পিওনের আগমন যে আসন্ন।
চাওয়া পাওয়ার ছিল কত কি বাকি,পেয়েছি কিছুটা বাকিটা ফাঁকি।
যা কিছু জুটেছে তা নগন্য ,শূন্যতার খামে তাই রয়ে গেছে ভরা আক্ষেপ অগণ্য।
সুখে দুঃখে আনন্দে রাগে;আবেগ কে কে কবে রেখেছে বাগে?
জীবনের বুঝি অর্ধেকই যায় যে আবেগের ভাগে,
সেই আবেগের অঙ্ক মেলে কি শেষ যাত্রা র আগে?
ব্যর্থতা না সাফল্য কোনটা বেশি দামি?
দুই এর মাঝে দোদুল্যমান জীবন, বিস্মৃত অন্তর্যামি।
পরিচিতরাই দেখি খোঁজে পরিচয় সাক্ষাতে অকারণ,
একবার বুঝতে কেন করনা চেষ্টা কে করেছে বারণ?
ছন্দবদ্ধ জীবন আদতে নিজের সাথেই দ্বন্দ্ব,
বদলায় শুধু আয়নার কাঁচ, প্রতিফলন বাড়িয়ে চলেছে ধন্দ।
পঞ্চভূতের খাঁচায় আবদ্ধ ছোট্ট একটা প্রাণ,
শত দ্বন্দ্ব মাঝেও খুঁজছি ছন্দ ,পরে মুক্তির শিরস্ত্রাণ।।

Print Friendly, PDF & Email
Previous articleঅপরিণত
Next articleযদি বন্ধু হতে চাও
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments