ছুটির জন্য হন্যে হয়ে ঘুরেছ যে কত,
সেই পসরা সাজানো আজ, নাওনা নেবে যত।
গাইলে গান, লিখলে কত , তুলির প্রলেপ পাতায়,
অ্যালবাম, গল্পকথা, মন যখন যা চায়।
ঘর গোছানো সাঙ্গ করে , ভাবলে কি যে বলি,
এই ছুটির ই জন্যে কত , ছিল যে আকুলি।
ছুটির ছুটি চাইছে যে প্রাণ, বন্ধ দুয়ার , জানি,
ভিড় মাখানো, ব্যস্ত জীবন দিচ্ছে যে হাতছানি।
আসবে কবে সেই দিনগুলো,হাঁটবে আবার পথে,
ভিড়ের মেট্রো, চেনা মুখ, গল্প করবে সাথে।
ধরা আবার সুস্থ হবে, সব মানার শেষে,
নতুন করে মানুষ গুলো উঠবে আবার হেসে।
ছুটির ছুটি
Subscribe
Login
0 Comments
Oldest