বিকেলের রোদ মাখা জানলার বাইরে আমার শহর উকি মারে
ভিক্টোরিয়া থেকে চৌরাস্তায় কলকাতাকেই খুজি বারে বারে
কলকাতা আছে মাটির ভাড়ের ধোওয়া মাখা আড্ডায়
কলকাতা পার্কস্ট্রিটের রাস্তায় গভীর রাতে গান গায়
নিউ মার্কেটের ব্যাগের দোকানে কলকাতা ঘোরে
কখনো পাইকপাড়ায় জমিয়ে আড্ডা হয় গলির মোড়ে
কলকাতা ফুটবল খেলে সবুজ ঘাসের ময়দানে
তবলার তালে , গিটারের সুরে…কলকাতা আছে গানে গানে
ইষ্টবেঙ্গল – মোহোনবাগানের লড়াইয়ে কলকাতা আছে
সাউথসিটির এস্কেলেটরে কিংবা বোটানিক্যাল গার্ডেনের গাছে
কলকাতা আছে সিথির সার্কাসে …হাওড়া ব্রিজের ধারে
প্রিন্সেপ ঘাট থেকে যাদবপুর…কলকাতাকেই খুজি বারে বারে |