ওরা ভাল নেই
ভাল নেই আজ মানবজাতির লিখিত গদ্য।
ভাল নেই ওই নুড়ি-পাথর গাছপালার কাব্য।
ভাল নেই সেই ব্যঙ্গমা ব্যঙ্গমীর রচিত নৃত্য।
ভাল নেই, ওরা ভাল নেই।
বোশেখের শেষে রবির কিরণ,
স্ফুলিঙ্গ বেশে এনেছে আভরণ।
সভ্যতার এই মরণ গাঁথায়,
দৃপ্ত মনন তোমার আলোয়।
তবুও আজ কাঁদছে শহর
বলেছে ওরা ভাল নেই, ওরা ভাল নেই।
মৃত্যুপুরীর দুয়ারে আজ
কাঁদছে তোমার শহরবাসী।
তাই তো আজ জন্মদিনে
মলিন তোমার কাব্যরাশি।
কোথায় তুমি আজ
আর কোথায় তোমার সৃষ্টি!
তোমার জ্যোতির অলঙ্কারেও আজ উঠছে ধ্বনি
ওরা ভাল নেই, ওরা ভাল নেই।
— স্বরূপ