কেউ জালিয়ে দেবে বলে ঘরে থাকা হয় না
নিবিড় প্রাঙ্গন এই মাট আর একটু মধ
আকাশের জোস্নাটা আমার নয়নের অশ্রু হয়ে ঝরে
কবিরা কাব্য লেখে বাউল ধরে গান
আমরা তো কুকুর বেড়াল কিবা সম্মান কিবা অপমান
ইস্তিহারে আমাদের ছবি ছাপে ঋণ নিতে হলে
নাতো আমরা ঘেন্নার পাত্র NERO র অবসাদ
এক দিন এক মহিলা এসে সপ্ন দেখিয়েছিল
মাট ভরালে অন্ন জুটবে
তারপর হাতে তুলে দিল অস্ত্র
বলল গুলি চালালে চাগ্রি জুটবে
তারপর বলল নষ্ট করে দে সবাই কে
আমি তদের ঈশ্বর
তারপর বলল তদের দিয়ে কিচ্ছু হবার নয়
পাঁচ বছর হয়ে গেছে আমি চললাম
মধ তা তাউ ভালো কিচ্ছু টা সঙ্গ দেয়
এক দিন এক বাবু বিলিতি সিগারেট দিয়েছিল
ও মা ধোয়ার কি স্বাদ বোঝো
একটু একটু করে যে আমরা শেষ হয়ে যাচ্ছি
তোমরা আমাদের জন্যে প্রজাতন্ত্রে বস
কিন্তু তোমাদের দেখতে পাইনা
ছুতে চাইলে ছুতে পাইনা
তাও মধ ভালো
চলে যাবার আগে বলে যায়ে
কড়ি খোসালে আবার আসবো!
এটা আমার কান্না
Subscribe
Login
0 Comments
Oldest