কি আর দেবো?
টুকরো টুকরো মেঘের মতন শব্দ জুড়ে
একটা আকাশ দিতে পারি
মেঘলা আকাশ!
সকাল-সন্ধ্যে ভিজতে হবে!
অথবা ওই বাবুই বাঁধছে আশার বাসা
তারই নরম স্পর্শ দেবো শব্দে রেখে
হাত বুলিও,স্বপ্ন পাবে।
সেই স্বপ্নও তোমার জন্যে খুঁজতে পারি।
কিংবা আলোর সরণ নেবে?
শব্দ মুঠোয় রাখতে পারি তাকেও আমি
এগিয়ে এসো,ছুঁয়েই দেখো তারার বুকে
আলোর মতন ছড়িয়ে যাবে শিরায় শিরায়।
বড্ড আদর ওদের গায়ে।
নুপুর বেঁধে তোমার পায়ে,ছন্দে হেঁটো।
অতল জলে ডুবতে ডুবতে শুনব সে রব
ফিরিয়ে দেবো অন্ত্যমিলে
পানকৌড়ি ডুব দিয়েছে মনের ঝিলে।