এগার মাস পরে, প্রকৃতির কোলে আষাঢ় এল ফিরে।
সঙ্গে করে নিয়ে এল রাশি রাশি বৃষ্টি,
নদী, পাহাড়, মাঠ, ঘাট সবাইকে ভাগ করে দিল সেসব।
সারি সারি কালো মেঘ ঘিরে ফেলল আকাশ-বাতাস,
গুরু গুরু গর্জন করে আষাঢ়কে জানাল বিজয় সম্ভাষণ।
বৃষ্টিস্নাত বনানী সেজে উঠল প্রেয়সীর সাজে।
ফুলের দল তার পাঠাল মৌমাছিদের কাছে।
ময়ূরের কানে কানে ময়ূরী বলল ‘শুনছ, আষাঢ় এসেছে ফিরে’।
মৎস রাজা হুকুম দিল- সবাই তৈরি হও,
ব্যাঙেরাই শুধু ডিম পাড়বে তা কি করে হয়।
পাখি মায়ের সজল নয়ন কাতর আর্তি করে,
আষাঢ় তুমি একটু দাঁড়াও,
বাছা আমার সবে ডিম ফুটে বেরিয়েছে।
করজোড়ে আষাঢ় বলে-কি করি মা বলো,
সবার জন্য ভাবতে হবে, দাঁড়াবার উপায় নেই কোনও।
ঝড়ের বেলায় বাছারে তোমার সাবধানেতে রেখো,
ক্ষতি যদি করেই ফেলি আমায় ক্ষমা কোরো।