আমি ভাবুক।
ভাবি দিন, ভাবি রাত,
ভাবনা এক, একাকী আমি।
এক থেকে একাধিক,
অজস্র খন্ড, ভাঙি…জুড়ি।
একলা হাতে চিন্তা-স্তূপ,
চিন্তাশীল স্বয়ং, ধরে আছি এক পাহাড়।
কেন? আমার মতো ভাববে এমন
সুহৃদ মেলা শক্ত ভারি?
ভাবনা বহুল, মুক্তি ব্যাকুল, খুলেছি ভাবনা দ্বার।
দৈহিক দেনা, জড় পাওনার ঊর্ধ্বে সে ভাণ্ডার।
ভাবি একবার, ভাবি আবারো,
ভাবি বারংবার।
ভেবে ভেবেই কাটছে প্রহর,
অন্ত পাইনা আর।
ভাবছি তবুও ভাববো আরো,
ভেবেই দেখা যাক না,
ভাবনা ফড়িং থাকবে কি আর
সরে যায় যদি ঢাকনা।
রইবে যদি খামখেয়ালি,
খ্যাপাটে সেই ভাবনা,
অল্প সবুর করেই দেখি
দৈনিক কাম থাকনা।
তবে…প্রশস্ত এই ভাবনা সাগর রাখার যায়গা পাইনা।
আপন মনে ভাবি যাহাই, ওমনি লেখা যায়না।