আমি নারী
আমি কখনও প্রেমের মমতার প্রতীক হতে পারি
কখনও অসুর নিধন রূপী দুর্গা হতে পারি
হতে পারি কখনও স্নেহের পরশ
আবার কখনও দূর্দন্ডপ্রতাপী লক্ষীবাই হতে পারি
আমি নারী
অনেক রূপ আমার
তবে কেন ও আজও আমার অস্তিত্বে এত সংসয় ?
কেন আমার হয় এত ভয় ?
কেনই বা আমার জন্ম্যে মৃত্যু হয় অন্য এক নারীর ?
অবজ্ঞা, অবহেলা হয় আজ ও আমাদের
কিন্তু যারা আমাদের হেয় করে তারা আসলে কাপুরুষ
সত্যটা তারাও জানে
আমি কম নই কোনো পুরুষের চেয়ে
আমাদের যারা বলে নরকের দ্বার
তাদের এই পৃথিবীর আলোও তো দেখায় নারী
শিশু জ্ঞানে ক্ষমা করি তাদের
আমি নারী
এই পুরুষ শাসিত সমাজে নিজের জায়গা করতে পারি
কখনো কোমল কখনো বা কঠর হতে পারি
দিন বদলাবে আমার ও
সারা পৃথিবীর নারীরা যখন একজোট
মুখ বুজে নয়, অন্যায়ের বিরূদ্ধে লড়বে তারা
সেদিন উঠবে নব সূর্যদয়
সেদিন হবে আমার জয় ।।