আমার যে কয়েকটি স্বপ্ন ছিল; হাতেগোনা
মধ্যাহ্নে ট্রেনের ব্যাস্ততা। রাস্তায় না- বিক্রি
থাকা মাটির পুতুল, ঈশ্বর ভূমি কাঁপাবেন ব’লে
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন।
আমার যে কয়েকটি-স্বপ্ন ছিল; হাতেগোনা
কালিম্পঙে বেড়াতে যাবার পথে গাড়িতে মদ্যপান
অথবা নিদ্রা কালীন মাস্টারবেশন;
আমার যে কয়েকটি-স্বপ্ন ছিল; হাতেগোনা
ক্ষীরের প্রতিমা লালায়িত করে স্বাদ নি জিহ্বায়
ঘূর্ণির ভিতরে প’ড়ে শরীরে অস্থিরতা
ভ্যান গগের ছবির উপরে কালো কালির আঁচড়
আমার যে কয়েকটি-স্বপ্ন ছিল; হাতেগোনা
কিম-কি-দুক এর সাথে তর্ক না ক’রে
তাকে উপেক্ষা করবার মতন সাহস দেখান
একটি রাখাল বালকের গরু চুরি করা
আমার যে কয়েকটি-স্বপ্ন ছিল ভয়াবহ,
চরণামৃত পান করে ঐ সুখী মানুষের
মৃত্যু হ’ল আজ।।