গনগনে আগুন গরমের হলকায়
কিরকম অসাড় হয়ে যাচ্ছে শরীর, মন…
কিরকম মনে হচ্ছে আমার শেষ
নিকটতর ওই গাছের ছায়ার চেয়েও
মনে হচ্ছে সেই সে
যে আমায় সেদিন অপমান করে তাড়িয়ে দিল
সেই তার মত আমিও যেন
কত ছোটো হয়ে যাচ্ছি।
আচ্ছা
তোমাদের অবস্থা ত বেশ ঠিক আছে
বল না গো ▬
আমি কি সত্যিই
সেই তার মত হয়ে গেছি অনেকটা?
আমি কি আজ
আমার প্রেমিককে বলতে পারব…
‘ভালবাসার দরকার নেই’?..
আমার প্রশ্নের পাহাড়
জমে যাচ্ছে শনির বলয়ে
আর্তনাদ – আর্তি – মিনতি
সমস্ত নিয়ে আমি প্রচণ্ড গতিতে আছড়ে পড়ছি তোমার পায়ের নখে
প্রশ্ন নেই; আছে শুকনো বিশ্বাস…
আমার ভালবাসার প্রয়োজন আছে কি নেই
বলে দিতে লাগবে না
কারুর পিতাকে
আমার ভালবাসা
ফেরাতে না-ই পার
নিশ্চয় ফেরাতে পারবে আমার ঘৃণা
এই আমার স্থির বিশ্বাস।