সমুখে পথ অবারিত
হয়তো তাই চলার পথে
মনে পড়ছে
কিছু ফেলে আসা স্মৃতি
থাকে পরে এপারে কাব্যগীতি
উড়ছে মন ছুটছে হাওয়া
মাঝ দরিয়ায় বৈঠা বাওয়া
একূল অকূল দুকূল ধেঁয়ে আসে
আমার হৃদয় নাচে হরষে উল্লাসে
কোন্ সে জীবন বাঁধন টানে
এই জীবনের পরাগ আনে
নয়নতারার গভীর গোপন সংকেতে
পেলাম খুঁজে সেই ঠিকানা এই রাতে !
যদি তারে ভালোবাসো
তবে দূরে সরে থেকো ,
যদি তারে রেখেছো অন্তরে
তবে কাছে এসোনাকো ,
আঘাতে আঘাতে যদি
ভেঙে হও খানখান
ক্ষমা করো তারে
সেই হবে শ্রেষ্ঠ প্রতিদান ,
এক রঙে মিশে থাকে
সাতরঙ রামধনু স্বর
ঋতুরঙ মেখো মনে
যেন ঠিক জাগিবে ঈশ্বর !
পরিচয় হয়েছিল প্রথম দৃষ্টিতে
বিদ্যুৎ গতিতে সরে এসেছিল
একরাশ নীরদ –
অবাক হয়ে তাকিয়েছিল মায়ামূর্তি
বাধ্য করেছিল অবাধ্য হতে
গোধূলি জলদ –
অকাল বর্ষণের তীব্র আশ্লেষ
রূদ্ধশ্বাস আর রূদ্ধ বাহুডোরে ,
আমার –
নয়নতারার গভীর গোপন সংকেতে
পেলাম খুঁজে সেই ঠিকানা সেই রাতে !