আমি এক ল্যাম্পপোস্ট , নির্বিকার –
অর্ধরঙ্গিন , জঞ্জালে ঘেরা , বহু সত্যের প্রত্যক্ষদর্শী ।
কিছুটা বিজ্ঞাপনে ঢাকা , কিছুটা মরিচা মোরা ;
ল্যাম্পপোস্ট আমি ।

চাঁদকে মাথাতুলে দেখিনি কোন দিন ,
দেখিনি একটা খসে পড়া তারা –
শুধু মাথা নিচু করে পথের দিকে চেয়ে
অনুভব করেছি মেদিনী , ল্যাম্পপোস্ট আমি ।

কোন দিন প্রতিবাদ করিনি কাউকে ঘুস খেতে দেখে ,
হাড়ি ভাঙ্গিনি কোন স্বামির তার স্ত্রীর কাছে ।
নববর্ষার বিদ্যুৎ চমকে কারোর আবেগ –
জানাইনি সমাজকে, পৃথক হয়েগেছে রাস্তা আমায় কেন্দ্র করে ;
কারণ ল্যাম্পপোস্ট আমি ।

বূটপালীশ বালকের কালিমাখা হাত আমার প্রিয় ,
পড়তে ভালোবাসি দমকা হওয়ায় উড়ে আসা প্রেমপত্র ।
প্রতিদিন নিয়ন আলোয় আমার নীচে স্বর্গসুখ খোঁজে যারা –
আমি তাদের জন্য রাত জাগি ।
ঐ যে বললাম ল্যাম্পপোস্ট আমি ।

সমাজের দুর্যোগে বড় অসহায় মনেহয় নিজেকে ,
ধুলোমাখা রাস্তায় লুকিয়ে থাকা কাঁটা –
সরাতে পারিনি আমি ,তবু শান্তি দেয় এটুকু স্মৃতি
কালবৈশাখি ঝড়ে উড়ে এসে বসে একটি শালিক ,
ল্যাম্পপোস্ট , সার্থক ল্যাম্পপোস্ট আমি ।

Print Friendly, PDF & Email
Previous articleআমার ধরিত্রী মায়ের হাসি
Next articleপ্রতিশ্রুতি
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments