পাহাড়ের তলায় গভীর জঙ্গল। পাশে ছোট্ট গ্রাম। একদিন শহর থেকে এক ব্যাবসায়ী ঘুরতে এলেন। দেখলেন জঙ্গলে এক ছোট লাল পাখি। এমন টা আগে কখনো দেখেননি। কি মনে হলো একটা পাখি মেরে শহরে আনলেন।
পাখি দেখে সবার খুব উৎসাহ। সবাই ওই পাখির চামড়া ছাড়িয়ে ভেতরে তুলো ভরে পুতুল বানিয়ে সাজিয়ে রাখতে চায়। ব্যাবসায়ী বললেন সবুর কর তোমরা।

গ্রামে এক শিকারীর সাথে রফা হলো। শিকারি কে পুতুল বানানো শিখিয়ে ব্যাবসায়ী শহরে ফিরে এলেন।

এরপর শিকারী পাখি মেরে পুতুল বানিয়ে শহরে ব্যাবসায়ী কে দিয়ে আসেন। ব্যাবসায়ী সেটা বিক্রি করেন। এই ভাবে চলতে থাকে।

চাহিদা বাড়ে, লাভ ও।

একদিন জঙ্গলে আর লাল পাখি দেখা যায় না। হয় কালো বা ধূসর। শিকারী তখন অনেক খুজে একটা ডিম পেলেন। বাড়িতে মেয়ের হাতে দিয়ে সাবধানে রাখতে বললেন। মেয়ে যত্ন করে নরম কাপড়ের মাঝে রেখে দিলেন। ছোট ছেলের বাবার চেয়ে বড় শিকারী হবার শখ। হাত এর টিপ ও নিপুন।
একদিন ডিম এ একটা ফাটোল দেখা গেল। কিছু একটা বেরোচ্ছে। বাড়িতে কেউ ছিল না। ছেলে ডিম টা দূরে রেখে হাত এ তীর ধনুক নিয়ে প্রস্তুত।

শিকারী বাড়ি ফিরলে ছেলে চেঁচিয়ে বলে দ্যাখো বাবা, আজ আমি সব চেয়ে ক্ষুদ্র পাখি মেরেছি।

 

~ লোভ ~
Print Friendly, PDF & Email
Previous articleChildren day special
Next articleসিটি অফ জয় (Part 1)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments