” মেহেঙাই – মেহেঙাই “,

সুর বেধেছেঁ নব সেহেনাই।

গিন্নীদের হাথে থলি,আর মাথাই  হাথ,

র্কতাদের পকেট  সাফ।

সবজীবালাদের ছুটছে কথার বাণ,

ইকোনমিক্সরা ডেকেছে দুকান।

পলিটিশিয়ানরা মুখে কুলুপ এঁটে,

ছুটছে রকেট  বেগে।

2016-04-20 18.59.49

 

~ মেহেঙাই ~

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments