মেঘলা দিনের স্পষ্ট হয় লাল রং,
আজ আমার কবিতা আলোয় রেখেছি জানলায়,
চন্দ্রোদের দিয়েছি ছুটি… কবি আজ তুমি গদময় হয়ে ওঠো,
ফেলে রাখ পিছুটান, কবিরা পরিত্রান পিয়াশি
তাই আজ ঘর বাঁধার স্বপ্ন করেছি নিলাম… এস বসুন্ধরা,
আজ আমরা নতুন খেলায় মাতি,
বৃষ্টি আসবে, বলেছে ভোরের কাগজ,
এস সবুজ, আরো খানিক অপেক্ষার সামিল হই,
সব আশা যে ছুড়ে ফেলতে নেই..
আমায় দেখো পাখি, আমারও তো বুকভর্তি তৃষ্ণা, বাঁধন আলগা হয়,
মোছেনা শিকলের দাগ…..
কবিরা চিরকাল ই বড় পরাধীন কবিতার কাছে, তাইতো ইঙ্গিত খুঁজে চলা…
মেঘলা দিনে এই লাল রং কি তবে, সেই সিঁদুরের ই-বার্তা বয় আনে ..?