সূর্য বুঝি হাসছেনা আজ ?
ম্রিয়মান পৃথিবী ,
আজ বুঝি আর আসবেনা তুমি ,
জড়তা ধরেছে ঘিরে ,
হয়ত আমার সময় এসেছে
মিশে যেতে ঐ ভিড়ে ,
যেই ভিড়েতে পথ চলে ,
পরাজিত পথিকেরা ,
আলাদা করে কেউ চেনেনা ,
কেউ বলেনা সেরা ,
সবাই সেখানে রয়েছে মোড়া
সাধারণতার চাদরে ,
তাইতো কৃষ্টি লালিত সেখানে ,
কি ভীষণ অনাদরে ;
হয়ত আমার সময় এসেছে
মিশে যেতে ঐ ভিড়ে ,
আজ বুঝি আর আসবেনা তুমি ,
জড়তা ধরেছে ঘিরে ।